মোঃ হুমায়ন কবির পটুয়াখালীঃ পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কড়ক জেলায় হিন্দু মন্দিরে হামলা,লুটপাট, অগ্নি সংযোগসহ সারা দেশে সংখালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও জমিজমা জবর দখলের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।
আজ ৯ জানুয়ারি সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় শতাধিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সভাপতি মন্ডলীর সদস্য তপন কর্মকার, সভাপতি মন্ডলীর সদস্য মংখান তালুকদার, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. তারক চন্দ্র সাহা, উত্তম কুমার দাস, সুভাষ চন্দ্র হাওলাদারসহ অন্যান্যরা।
এসময় বক্তরা বলেন পাকিস্তানসহ সারা দেশে হিন্দু সংখালঘুদের উপর নির্যাতন জমিজমা দখলসহ নানা অপরাধ বন্ধ করতে প্রধানমন্দ্রীর হস্তক্ষেপ কামনা করেন।