আন্তর্জাতিক ডেস্ক : একটি ছেলের আশায় একে একে পাঁচ সন্তানের জনক হলেন পিতা পান্নালাল। এবার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে তা নিয়েও দেখা দেয় শঙ্কা। আর সেই শঙ্কা কাটাতে স্ত্রীর পেট কেটে ভ্রুণের লিঙ্গ জানার চেষ্টা করেন স্বামী পান্নালাল।
এমন নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
আহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, পান্নালাল একটি ছেলে সন্তান চাইতো। তার স্ত্রীর পরপর পাঁচটি কন্যা সন্তান হয়েছে। এবার তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে তা জানার জন্য উৎসুক ছিল পান্নালাল। তাই সে আসন্ন সন্তানের লিঙ্গ জানতে এই অপরাধ কর্মকাণ্ড ঘটান।
পুলিশ জানিয়েছে, পান্নালালের স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুলিশের শীর্ষ কর্মকর্তা প্রবীণ সিং চৌহান জানিয়েছেন, পান্নালাল ধারাল অস্ত্র দিয়ে তার ৩৫ বছরের স্ত্রীর পেট কেটেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ খোঁজার চেষ্টা চলছে।