1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 11, 2024, 3:55 pm
সংবাদ শিরোনাম :

সন্ত্রাস দমনে শেখ হাসিনাকে রাজাপাকসার অভিনন্দন

  • প্রকাশিত : বুধবার, মার্চ ৩০, ২০২২
  • 140 বার পঠিত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার ওপর বিশেষ দৃষ্টি দিয়ে যৌথ সমৃদ্ধির নীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কলম্বোর প্রেসিডেন্সিয়াল প্যালেসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশী বাণিজ্য পণ্য পরিবহনের জন্য কলম্বো বন্দরকে আরও বেশি ব্যবহার করার প্রস্তাব করেন।
ড. মোমেন বাণিজ্য বৃদ্ধি এবং চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে নিয়মিত বাণিজ্যিক শিপিং লাইন এবং মধ্যে ক্রুজ শিপিংয়ের মাধ্যমে পর্যটন প্রসারে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন।
দুই দেশের মধ্যে পর্যটনের আরও প্রসারের জন্য বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী আরো এয়ার লাইনের অংশগ্রহণে বর্ধিত এয়ার কানেক্টিভিটিসহ সাশ্রয়ী মূল্যে বিমান টিকিটের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ড. মোমেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। তিনি শ্রীলঙ্কা সরকারকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস ও আলুসহ কৃষিপণ্য আমদানির সম্ভাব্যতা যাচাইয়েরও প্রস্তাব দেন।
এ প্রসঙ্গে উভয় পক্ষই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার ও সুগম করতে অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনে অর্জিত অগ্রগগতিকে স্বাগত জানায়। উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা, আইসিটি, স্বাস্থ্যসেবা ও সামুদ্রিক অর্থনীতিসহ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে। উভয় পক্ষই দু’দেশের জনগণের বৃহত্তর কল্যাণ এবং দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধিতে আলোচনা ও অসমাপ্ত দ্বিপক্ষীয় চুক্তি অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত ও সম্পন্ন করতে সম্মত হয়।
ড. মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা এবং মর্যাদাসহ তাদের নিজভূমিতে অবিলম্বে প্রত্যাবাসনে শ্রীলঙ্কার অব্যাহত সমর্থনের জন্য তার অনুরোধ পুনর্ব্যক্ত করেন।
তিনি বর্তমানে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। সফলভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। উভয় পক্ষ ৪ মার্চ, ২০২২ উভয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে।
প্রেসিডেন্ট রাজাপাকসা বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park