বিশেষ প্রতিনিধিঃ সবাই মিলে নির্মাণ করা হবে মানবিক সোনার বাংলা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত বক্তব্যে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় গৃহহীনদের অন্তত একটি করে ঘর তৈরি করে দিকে বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, করোনা মোকাবেলা করেও দেশের কৃষি উৎপাদন অব্যাহত আছে। অর্থনীতি চলমান রাখতে ১ লাখ ১২ হাজার কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে।
শেখ হাসিনা আরও জানান, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংশোধন করা হয়েছে। নারীর অধিকার নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এখন এ বিষয়ে দায়িত্বশীল। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।এসময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০ সংসদে পাশ করা হয়। একইসাথে কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানানো হয়।