ক্যান্ডির প্রথম টেস্টের মতনই ব্যাটসম্যানদের দাপট আর বোলারদের হাহাকার দেখলো ক্রিকেট দুনিয়া। তবে এবার দাপটে ছিলো শ্রীলঙ্কা আর হতাশায় ছিলো বাংলাদেশ। সারাদিনে মাত্র একটি উইকেট। স্কোরকার্ডে দেখলেই ফুটে ওঠে, কতটা হতাশার দিন কাটলো বোলারদের। টস হেরে ফিল্ডিং করতে নেমে সারাদিন ৯০ ওভার বোলিং করে সাফল্য মাত্র একটি।
৬৪তম ওভারে শরিফুলের বলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেটটি। এছাড়া ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের জন্য কাটলো পুরোপুরি হতাশার।
আরও পড়ুন:
প্রথম দিন শেষে স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে ২৯১, লাহিরু থিরিমানে ১৩১ রান নিয়ে এবং ওসাদা ফার্নান্দো ব্যাট করছেন ৪০ রান নিয়ে। ১১৮ রান করে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। একমাত্র উইকেটটি পেলেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।