জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে আপাতত সাধারণ ছুটি ঘোষণার কোনো চিন্তা-ভাবনা নেই। আমাদের টেকনিক্যাল টিম পরিস্থিতি পর্যালোচনা করছে। এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত নেই। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।
সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনার বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা মাঠে কাজ করছি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলায় আমাদের কর্মকর্তারা ভালো আছেন। যদিও আমাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই।