মোশাররফ হোসেন: সাফ ফুটবলে বাংলাদেশ অপরাজিত শিরোপা জিতেছে। এ যেন শরতের আকাশে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি বৃষ্টি । নেপালের মাঠে ৩-১ গোলে তাদের হারিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াল মহিলা ফুটবল দল। আমার সোনার বাংলা,, গান গেয়ে উঠল বাংলাদেশসহ বিশ্বজুড়ে সকল বাঙালি।
মেয়েরা খেলতে মাঠে নামবে? এটা কী করে সম্ভব। তারা মাঠে শুধু নামেনি, হাফ প্যান্ট, গেনজি, বুট, মোজা, শিন গার্ড, সবকিছু পড়ে মাঠে। অনুশীলন করেছে দেয়াল ঘেরা মাঠে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। ফুটবল ফেডারেশন মাঠে। বিদেশি নয় দেশের কোচ ছোটন দলটি গড়ে তোলেন দীর্ঘ সময় ধরে। রক্ষণশীলতাকে ডিঙিয়ে ওরা এগিয়ে গেল। ফতোয়াবাজের চোখ রাঙানি ওদের থামাতে পারেনি। তাই ওরা অদম্য। ভারত ,নেপাল,পাকিস্তান
ভুটান,শিরিলংকা মালদ্বীপ সবাইকে টপকে ওরা উঠে গেল হিমালয় চূড়ায় ।ওদের উত্থান বাংলাদেশের গ্রামীণ সমাজ থেকে। ওরা তাই বাংলাদেশের সোনার মেয়ে। ওদের অর্জন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।
এ দলকে পরিকল্পিত ভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে ।দক্ষিণ এশীয় অঞ্চলের শুধু নয়, দৃষ্টি দিতে হবে এশিয়ায়।মাঠ কাঁপিয়ে জিততে হবে শিরোপা ।এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিতে হবে বড় উদ্যোগ।
বিশ্ব ফুটবল অংগনকে বোঝাতে হবে বাংলাদেশ পারে। আমরা পারি। ঠিক যেমন নিজ অর্থায়নে পদ্মা সেতু।