নিজস্ব প্রতিবেদক: বাসা থেকে ঘুষের ৮০ লাখ টাকাসহ গ্রেফতার সিলেটের সাবেক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।
সোমবার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন এ চার্জশিট জমা দেন।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিটটি দেখেছেন। আগামী ৩১ আগস্ট চার্জশিট গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গত ২৮ জুলাই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেফতার করে দুদক। রাজধানীর ধানমণ্ডির ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।