সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন আ্যনেজসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য বিক্ষোভ, সন্ত্রাসবাদ ও সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার কারণে এসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
শুক্রবার (১২ মার্চ) বলিভিয়ায় পাবলিক প্রসিকিউটর অ্যালসিদেজ মেজিলোনেস সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যানেজ এবং তার অন্তর্বর্তী সরকারের পাঁচ মন্ত্রী ও প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া চারজন সামরিক কমান্ডার এবং সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গতকালই জেনিন অ্যানেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ইভো মোরালেস ২০০৬ সালের নির্বাচনের মাধ্যমে বলিভিয়ার ক্ষমতায় আসেন এবং তিনি ২০১৯ সালের অক্টোবর মাসে চতুর্থবারের মতো নির্বাচিত হন। কিন্তু দেশটির সামরিক বাহিনী এবং বিরোধীদল দাবি করে যে, নির্বাচনে কারচুপি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে বিরোধীদল।