দূরবীন অনলাইন ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের আকাশে নিজেদের মধ্যে সংঘর্ষে দু’টি মার্কিন ড্রোন ধ্বংস হয়েছে। সংঘর্ষের ফলে ড্রোন দুটিতে আগুন ধরে যায় এবং ভূপাতিত হয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বিধ্বস্ত দু’টি ড্রোনের অন্তত একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের। এটি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হয়, তবে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পরস্পরের মধ্যে সংঘর্ষে ড্রোন দু’টিতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেগুলো মাটিতে ভেঙে পড়ে।
সূত্র : মিলিটারি টাইমস।