মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের স্রোত বাড়ছেই। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন-মেক্সিকো সীমান্তে এক লাখ অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। শনিবার (৬ মার্চ) বিশেষ সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে,মার্কিনীদের দক্ষিণ-পশ্চিম সীমান্তে বাড়তে থাকা অভিবাসী স্রোতের এ বিষয়টি আগে প্রকাশ করা হয়নি। ২০০৬ সালের পর এটাই একমাসে সর্বোচ্চ অভিবাসী আটকের ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক বিশেষ সূত্র রয়টার্সকে এসব তথ্য দিয়েছে।
দিনদিন আটকদের মধ্যে শিশুর সংখ্যা বাড়ছে। মা-বাবা বা আইনি অভিভাবক ছাড়া এসব শিশুর জন্য আবাসনের ব্যবস্থা করা এখন বাইডেন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। মার্কিন কাস্টমসের এক মুখপাত্র জানিয়েছেন, এ সংক্রান্ত সরকারি তথ্য খুব সম্ভবত আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। শুধু গত বুধবার- একদিনেই সাড়ে চার হাজার সীমান্ত অতিক্রমকারী অভিবাসীকে আটক করে মার্কিন বর্ডার পেট্রল। সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলা যায়, সামনের মার্চে এই অবৈধ অনুপ্রবেশের সংখ্যা আরও বাড়বে।
অন্যদিকে, হাউস অফ রিপ্রেজেন্টিটিভের অন্যতম রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি বলেছেন, সীমান্ত সঙ্কটের সত্যতা আমাদের স্বীকার করতেই হবে। কোনো নির্দিষ্ট শর্ত ছাড়াই আমাদের একটা পরিকল্পনা করা প্রয়োজন যাতে কোনো মেক্সিকান বা সেন্ট্রাল আমেরিকান আমাদের দক্ষিণ বর্ডারে এসে হাঙ্গামা পাকাতে না পারে। সীমান্ত অতিক্রম বন্ধে ট্রাম্প যে পলিসি পাশ করেছিলেন তা টাইপ-৪২ নামে পরিচিত। করোনা মহামারীকে কারণ দেখিয়ে তিনি সীমান্তে অভিবাসী গ্রহণ বন্ধ করেছিলেন।