কুমিল্লায় একটি বাসা থেকে নূরুল ইসলাম মিয়াজী নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুরে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি এলাকার কাজী ভিলা নামের একটি ভাড়া বাসা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
তিনি জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মিয়াজী বাড়ির আদম মিয়াজীর ছেলে। পুলিশ লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানিয়েছে।
পুলিশ জানায়, নূরুল ইসলাম মিয়াজীর (৫৫) দুই স্ত্রী রয়েছে। তবে ঘটনার সময় তাদের (স্ত্রী) কেউ বাসায় ছিলেন না। শনিবার সকাল থেকে নুরুল ইসলাম মিয়াজী মোবাইল রিসিভ না করায় গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও স্বজনরা বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারনা, ওই বিজিবি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, লাশ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এতে তার মৃত্যুর জন্য কিছু ব্যক্তিকে দায়ী করে তাদের আংশিক নাম লেখা হয়েছে। এছাড়াও ওই ব্যক্তির পরিবারের নিকট থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।