1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
November 7, 2025, 8:45 am

সুখের অসুখ এবং অচলায়তন

  • প্রকাশিত : শনিবার, জুলাই ২৯, ২০২৩
  • 254 বার পঠিত

মোশাররফ হোসেন: বিশ্ব সভ্যতার আদি নিবাস এশিয়াতে। হরপ্পা ময়েনঞ্জাদারো কিংবা সিন্ধু নদীর অববাহিকা, মিশর, ভারত বর্ষের রয়েছে সভ্যতা গড়ে তোলার ঐতিহাসিক ধারা। ইউরোপের পর আমেরিকা আবিষ্কার।

১৭৭৬ থেকে ধীরে ধীরে গড়ে উঠে আমেরিকা আজ বিশ্ব পরাশক্তি । উন্নত দেশ। প্রযুক্তি ও বিজ্ঞানের তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু সেই দেশের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের বিমান বন্দরে বিমানযট, মহাসড়ক ও সড়কে যানজট দেখে হতবাক হয়েছিলাম গেল ২২জুলাই।

২২ জুলাই টরেন্টোর পিয়ারসন বিমান বন্দর থেকে এয়ার কানাডার এসি৮৯৯৮ নিউইয়র্কের লাগারডিয়া বিমান বন্দর যাবার সময় ছিল বিকেল ০৮৫৫ মিনিটে। কিন্তু সিকিউরিটি ও আবহাওয়ার জন্য সেটা যাত্রা করে রাত ১১:১০মিনিটে।

একঘন্টা ৪০মিনিট পর লাগারডিয়া বিমান বন্দর পৌছে রানওয়ের পাশে দাঁড়িয়ে ছিল পার্কিংয়ের জন্য। ৩০মিনিট পর পার্ক করে বিমান। মধ্যরাতে বিমান বন্দরে অপেক্ষা করে বাসায় চলে গিয়েছিল বন্ধু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মাহমুদ আহমেদ। আমার ফোন পেয়ে আবার এসে নিয়ে যায়। জামাইকায় ওর ১৫১১৭, ৮৪রোডের বাড়িতে আসি রাত দেড়টায়। এ বিমান বন্দরে প্রতিদিন ৪থেকে ৫হাজার বিমান ওঠা নামা করে।

চারটি টার্মিনাল থাকলেও বিমান জট লেগে থাকে বলে নিউইয়র্কের নাগরিকরা জানিয়েছেন। আবার ২৫ জুলাই দুপুর ০৩:২৫ মিনিটে নিউইয়র্কের লাগারডিয়া থেকে ওয়াশিংটন ডিসির ডুলেস বিমান বন্দরে যাবার কথা ছিল। কিন্তু ইউ এ ৬০১১ বিমান বিমান বন্দরে থাকার পরও ঝড়বৃষ্টির পর যাত্রা বাতিল করে সন্ধ্যা ০৬:৩০ মিনিটে। ওয়াশিংটন ডিসি ঘুরে আমার টরেন্টোর বিমান ছিল রাত ১০:০০টায়। আমেরিকান এয়ারলাইনস, সাউথ ওয়েস্ট, জেট উড়ে যায় ঝড়ের পর ভিন্ন গন্তব্যে। তখন আমার বিমান কর্তৃপক্ষ জানায় ২৬জুলাই সকালে ওয়াশিংটন ডিসি যেতে হবে। অবশেষে আমি বলি ওয়াশিংটন ডিসি যাব না। তোমরা আমাকে টরেন্টো যাবার টিকিট ব্যবস্থা কর। তখন তারা আমাকে এসি ৭০৭বিমানে সকাল ০৯:৩৫মিনিটের টিকিট দিয়ে দেয়।

অপরদিকে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এ সাজজাদ হোসেন সবুজ ২ঘন্টা ডুলেস বিমান বন্দরে আমার জন্য অপেক্ষা করে বাসায় ফিরে যান। ওয়াশিংটন ডিসি ঘুরে দেখার জন্য হাতে ৫ঘন্টা যাত্রা বিরতি ছিল। দুর্ভোগ কাকে বলে। সেটা আর হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক সবকিছু থাকার পরও এরকম দুর্ভোগে পড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।মহাসড়ক ও সড়কে যানজট এড়াতে নিউইয়র্ক ও ম্যানহাটান শহরের বিভিন্ন সড়ক ওয়ান ওয়ে। ফ্লাইওভার, হাডসন নদীর তলদেশে টানেল, ট্রেন ,তারপর যানজট লেগে থাকে । জ্যাকসান হাইটসে গেলে পার্কিং পাওয়া কঠিন। অথচ তারা সুযোগ পেলেই বাংলাদেশকে পরামর্শ দিয়ে থাকে ।

পেশাদার সাংবাদিকতা…

এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর বনভোজনে দুশতাধিক সদস্যরা মিলে আনন্দ মেতে ওঠে লংআইল্যান্ডের বেলমন্ট লেক এস্টেট পার্কে ।
দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসকারী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর অনেকের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে ঘাটতি দেখা গেছে। বেড়ে ওঠা আলোকিত নয়।
সাংবাদিকতার ৪০বছরে খেলা, রাজনৈতিক, সাংস্কৃতিক, সরকারি ও বেসরকারি , রাষ্ট্রপতি, প্রধান  মন্ত্রীর, সচিব, উচ্চ পদস্থ কর্মকর্তা, কৃষক শ্রমিক, ছাত্র, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে নিউজ করার অভিজ্ঞতা আছে আমার। এশীয় ও ইউরোপের দেশে নিউজ কাভার করার অভিজ্ঞতা আছে। সবসময় সংবাদ বিষয়ক ছবি তোলার জন্য আগেই অনুমতি ও মানসিক প্রস্তুতি নেবার জন্য পরামর্শ দিয়ে থাকেন সবাই। পেশাগত জীবনে বাংলাদেশের বিখ্যাত ফটোজার্নিস্ট রশিদ তালুকদার, মোহাম্মদ আলম, পাভেল রহমান, রফিক রহমান, কাজী রওনাক, মুফতি মনির, লুৎফুর রহমান বেনু, চট্টগ্রামের দেবু, মনজুরুল আলম, তাপস বড়ুয়া সহ কোলকাতার অনিল চটটোপাধায়, সুমন সহ চেন্নাই, দিল্লি, ইংল্যান্ড, কানাডার টরেন্টো, মনটিরিযালসহ বিভিন্ন দেশের রয়টার্স, এ পি, এ এফ পি, বিবিসি, ফক্স, সিএনএন ,বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় পেশাদার ফটো জার্নালিস্টদের সংগে কাজ করে যে অভিজ্ঞতা তাতে দায়িত্বশীল সাংবাদিকরা ছবি ও দৃশ্য ধারণ করার আগে সবাইকে পরামর্শ দিয়ে থাকেন। কারণ সপর্শকাতর বিষয় কাট, আনকাট করার জন্য। তার পরও ফটো সম্পাদনা তো আছেই। সুপার কম্পোজ, কিংবা ইমপোজ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায়। এগুলো অপসাংবাদিকতা। সে পথে কখনও হাঁটিনি।
গ্রাম, শহর, শিক্ষা ও পারিবারিক জীবনে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে যদি ঘাটতি থাকে তাহলে সমস্যা তো হবে এটা কারও ক্ষেত্রে কখনও কামমো নয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park