শহুরে জীবনে সারাদিনের চাকরি-ব্যবসার ব্যস্ততায় শরীরের দিকে নজর দেওয়ার সময় কোথায়। কিন্তু যা দিনকাল পড়েছে শরীর-স্বাস্থ্যের যত্ন না নিলে রোগে ভুগে নাকাল অবস্থায় পড়তেই হবে। আর কে না জানে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই শহরে কি গ্রামে কিংবা দূর মফস্বলে—সবাইকেই ভাবতে হচ্ছে স্বাস্থ্য নিয়ে। ভাবতে হচ্ছে স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে। তাই ব্যতিক্রম নন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ কারণেই শারীরিক ফিটনেস প্রশিক্ষক সোহেল তাজ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও শারীরিক ফিটনেস ইন্সট্রাক্টর ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের দুইজনের একটি ভিডিও পোস্ট করা হয় সোহেল তাজের ভেরিফাইড করা ফেসবুক পেজে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ভিডিও এর ক্যাপশনে লিখেছেন, ‘ইন্সপায়ার ফিটনেস বাই এস টির নতুন মেম্বার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপিকে ট্রেনিং দিচ্ছি। তিনিও প্রমাণ করলেন বয়স কোন ব্যাপার না- ইচ্ছা থাকলে যেকোনো বয়েসেই ফিটনেস যাত্রা শুরু করা যায়।’