মোশাররফ হোসেন : মহান স্বাধীনতা দিবস ও নির্বাচিত নতুন কার্যকরী কমিটির অভিষেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই
এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক সদস্যদের ঢল নেমেছিল। ২৬ মার্চ ২০২২, বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠান ছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ নর্থ স্ট্রিটের বাংলা টাউন খ্যাত নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে।
মহামারি কোভিড ১৯ কে জয় করে চবিয়ান উত্তর আমেরিকার নতুন কার্যকরী কমিটি মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে সদস্য ও শুভানুধ্যায়িদের আমন্ত্রণে বিপুল সাড়া পড়ে গিয়েছিল। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান স্থলের বাইরেও তিলধারনের ঠাই ছিলনা।
তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের সুচনা হয় বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.. দিয়ে।এরপর
২০২২ – ২৩ নতুন কার্যনিবাহী কমিটির শপথ গ্রহন অনুঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন আযাদ ও
কমিশনার ড: গোলাম মোহাম্মদ, দেলোয়ারা আকতার।
নব নির্বচিত কমিটির সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও শুভেচ্ছা বক্তব্যে ভারচুয়ালি অংশ নেন ইলিনয় ও ভালদস্তা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা ড: মিজানুর রহমান মিয়া, আরকানসাস বিশ্ববিদ্যালযের অধ্যাপক ড: হারুন খান, ডঃ আশরাফ আহমেদ, বাংলাদেশের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ও মুক্তিযোদ্ধা ড: ইমাম আলী,ড: জমির চৌধুরি ,অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ,মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ,টেক্সাস থেকে সিনিয়র সহ সভাপতি ও ব্যবসায়ী সেকান্দার চৌধুরি ,কানাডার টরন্টো থেকে অনলাইন নিউজ পোর্টাল দূরবীন সম্পাদক ও প্রকাশক মো : মোশাররফ হোসেন, ডালাস থেকে মূলধারার রাজনীতিবিদ নাহিদা আলী, আটলান্টা থেকে রুবিনা মাহফুজ শম্পা, বোস্টন থেকে জমিলা ইলিয়াস চট্টলা , ফ্লোরিডা থেকে ব্যবসায়ী চৌধুরি ইরফানুল কবির, নিউইয়র্ক থেকে এটর্নী মঈন চৌধুরি, রানা ফেরদৌস চৌধুরি, জসিম চৌধুরি,ফখরুল আলম, পরশ সাহা,শামীম আল মামুন ,বিষ্ণু গোপ ,সাধারন সম্পাদক এস এম ইকবাল ফারুক, ফাহমিদা জিগর জাহানসহ আমন্ত্রিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
চবিয়ান বাংলাদেশ এর সভাপতি আবদুল করিম, সাধারন সম্পাদক মাহবুব তালুকদার মধ্য প্রাচ্য থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি করেন, কবির কিরণ (কুলি মজুর), অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স (স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো) সৈয়দা পারভীন আকতার পলি,শাহেদ আলী (বাতাসে লাশের গন্ধ),
হাসান মাহমুদ (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা) নাসিমা আকতার (অভিশাপ দিচ্ছি)। সাংস্কৃতিক পর্বে সমবেত সংগীত ধন ধান্যে পুষ্পে ভরা.., এককে শারমীন সুলতানা ‘এক নদী রক্ত পেরিয়ে ..ফেরদৌস বাধন সেই‘ রেল লাইনের ধারে, গায়ত্রী সাহা‘ ওগো বীর মুক্তিযোদ্ধা.., হাসান মাহমুদ ‘তুমি বিস্তৃত বাংলাদেশ.., ফাহমিদা জিগর জাহান‘ ও আমার দেশের মাটি..,গ্লানি দাস গোপ, লিলি মজুমদার ‘ও আমার বাংলা মা তোর ..,উদ্দীপ্ত চৌধুরি প্রমুখ সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করেন নারমিন হায়দার পরিবার। তবলা বাজিয়েছেন ফুলু রায় চৌধুরি।
আলোচনা পর্ব উপস্থাপনা করেন অধ্যাপিকা ছন্দা বিনতে সুলতানা ও শাহেদ আলী। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ফাহমিদা
জিগর জাহান ও হাসান মাহমুদ।
অনুষ্ঠান সমন্বয় করেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, লাইভ সম্প্রচার করেন দেলোয়ার এম হাসান ও শামীম। উল্লেখ্য সকলেই চবিয়ান উত্তর আমেরিকার কর্মকর্তা।