1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 24, 2025, 9:47 am

স্বাধীনতা মানে সেচছাচারিতা নয়

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ৬, ২০২২
  • 292 বার পঠিত

মোশাররফ হোসেন: তিন বছর ধরে মহাদূর্যোগ করোনায় মানুষের জীবন বদলে গেছে। জীবন বাঁচাতে বিশ্বজুড়ে সব দেশের মানুষকে সরকার টিকা দিচ্ছে। গরু মহিষ ছাগল ভেড়া কৃষিজ পণ্য খেয়ে ফেলে। এজন্য তাদের টুসি পড়িয়ে দেয়া হয়। করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে বলে মানুষ জীবন বাঁচাতে মাস্ক পড়ছে।

এখন কোটি কোটি মানুষ বাঁচাতে বিশ্বজুড়ে করোনা টিকার বুস্টার ডোজ চলছে। কিন্তু দীর্ঘসময় ধরে মহাদূর্যোগ মানুষ এখন ধৈর্য্য হারিয়ে আর টিকা না নেবার দাবিতে দেশে দেশে সড়ক মহাসড়কে প্রতিবাদ করছেন।

তবে এযাবৎ বিশ্বে ৫৯ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। বহু রূপি করোনা ডেল্টা থেকে ওমিক্রন রূপ নিয়েছে। এর ভয়বহতা নিয়ে যখন অনুজীব বিজ্ঞানীরা তটস্থ। প্রতিষেধক নিয়ে গলদ ঘরমো তখন একশ্রেণীর মানুষ টিকা না দেবার জন্য অবৈজ্ঞানিক ও পশ্চাদপদ কাজে নেমেছেন।

এসব মানুষ জীবন রক্ষার চেযে আত্ম হননের পথে হাঁটছেন । ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রের পর কললানকামী দেশ কানাডার পার্লামেন্ট ভবনের পাশে, অটোয়ার পর অন্টারিও টরনটো, কুইবেকের মনটিরিয়াল, আলবার্টা, মেনিটোবাসহ বিভিন্ন শহরে ‘ফ্রিডম ‘নামে টেরাক ও লরি নিয়ে পশ্চাদপদ ও অবৈজ্ঞানিক চিন্তার একশ্রেণীর মানুষ শহরে জনদুরভোগ বৃদ্ধি করে যাচ্ছেন।

অবশেষে কানাডা ও প্রাদেশিক সরকার ও পুলিশ মানুষের চলাচলের সুবিধারথে সড়ক ও মহাসড়ক চালু রাখতে ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ টরনটোয মাউন্ট ব্যাটন পুলিশ, অশ্বারোহী, পুলিশের তৎপরতা বৃদ্ধি করে প্রতিবাদকারীদের ছতরোভংগ করে দিতে দেখা গেছে । সিপি২৪এসব লাইভে দেখিয়েছে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে রক্ষণশীল মানসিকতা কাম্য নয়। মানব জাতিকে বাঁচাতে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে অনেক দূরে।

স্বাধীনতা ও নাগরিক অধিকারের নামে সেচছাচারিতা জীবন রক্ষা করবেনা। এতে রাজনীতির সুযোগ নেই। তাই মানুষ মানুষের জন্য,, জীবন জীবনের জন্যে,, কাজ করে এগিয়ে যেতে হবে অনেক দূরে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park