দূরবীন অনলাইন ডেস্ক : স্বাস্থবিধি মেনে সন্তানদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় অবহিতকরণ সভায় এ আহ্বান জানান মেয়র।
এ সময় মেয়র বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ফলে সন্তানেরা পুষ্টিগুণে বেড়ে উঠছে। এমন ক্যাম্পেইন আরও চালিয়ে যেতে হবে।’ বর্তমান সময়ে সচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে। তাই সব সতর্কতা অবলম্বন করে এই ক্যাম্পেইন সফল করার কথা বলেন তিনি।
৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।