করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। খবর বাসসের।
মন্ত্রী বলেন, ‘করোনা প্রাদুর্ভাব চলাকালে ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা, নার্স, চিকিৎসক ছুটি প্রাপ্য হবেন না।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, মো. সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।