কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ঠেকানো যাচ্ছে না। করোনার টিকা নিতে গিয়ে প্রতিদিন কারো না কারো টাকা ও মোবাইল ফোন চুরি হচ্ছে।
সোমবারও টিকা নিতে আসা এক নারীর ১৩ হাজার টাকা এবং অপর এক নারীর স্মার্টকার্ড ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে চোর চক্র।
এর আগেও টিকার জন্য লাইনে দাঁড়িয়ে অনেকেই নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।
এ পর্যন্ত লক্ষাধিক নগদ টাকা ও ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হলেও চক্রটি রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সহস্রাধিক মানুষ করোনার টিকা নিতে ভিড় করেন। এ সময় চোর চক্র সুযোগ বুঝে পুরুষদের মানিব্যাগ ও নারীদের ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেয়। দীর্ঘ দিন ধরে চক্রটি এমন অপকর্ম চালালেও চুরি ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। টিকা দেওয়ার সময় হাসপাতাল চত্বরে পুলিশ অবস্থান করছে। তারপরও চোর চক্রটি তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। টিকা নিতে আসা অসংখ্য মানুষের সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। তবে চুরি ঠেকাতে আমরা তৎপর আছি।