হংকংয়ের সুন্দর ভবিষ্যতের জন্যই নির্বাচনী সংস্কার প্রয়োজন বলে দাবি করেছে চীন। চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই ৭ মার্চ (রবিবার) বলেছেন, দীর্ঘ স্থায়িত্বের জন্য হংকংয়ের পরিস্থিতির আরো উন্নতির দরকার।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ওয়াং ই বলেন, নির্বাচনী সংস্কার হংকং শহরের সু্ন্দর ভবিষ্যতের জন্যই দরকার। চীন সরকার হংকংয়ের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন আনার পরিকল্পনা করছে। চলতি সপ্তাহেই পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। হংকংয়ে যাতে চীনের প্রতি অনুগতরাই ক্ষমতায় থাকে সেই ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ বলে সমালোচকরা বলছেন।
চীন চায় দেশপ্রেমিকরাই হংকংয়ের শাসনক্ষমতায় আসুক এবং নির্বাচনে অংশ নিক।