আন্তর্জতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে ঘূর্ণিঝড় ইটার ভয়ঙ্কর তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ।এই ঝড়ের ভরি বৃষ্টিপাত হয় এবং বিভিন্ন এলাকা বন্যায় তলিয়ে গেছে ।এই ঝড়ের প্রকোপে মারা গেছেন অর্ধ শতাধিক মানুষ।ঝড়ের প্রকোপে পড়েছেন মধ্যে আমেরিকার ক্যারিবিয়ানসহ উপকূলীয় অঞ্চলগুলোতে বেশ ক্ষতিগ্রস্ত হয় ।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার বলছে, ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা ঝড়টি গেলো কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় এটি। বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গুয়েতেমালার কয়েক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারিভাবে দুর্গত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।