করোনায় রোজ হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে ব্রাজিলে। রেকর্ড মৃত্যুর পরও গো ধরেছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো। কিছুতেই লকডাউন দেবেন না।
করোনার প্রথম ঢেউয়ের সময়ও লকডাউনের বিরুদ্ধে অনঢ় ছিলেন এই রাষ্ট্রপ্রধান। এ নিয়ে তাকে সমালোচনাও সইতে হয়েছে।
মঙ্গলবার ব্রাজিলে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড চার হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। বুধবার মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৮২৯ জনে।
দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের হার বাড়ছে খুবই দ্রুত। হাসপাতালগুলোতে এখন রোগীর ঠাঁই নেই। কয়েকটি শহরে চিকিৎসার জন্য অপেক্ষায় থেকে রোগী মারা যাচ্ছেন এবং অনেক জায়গায় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
আরও পড়ুনঃ
ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্রমাগতই লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। তার যুক্তি— অর্থনৈতিকভাবে দেশ আক্রান্ত হলে এর প্রভাব ভাইরাসের চেয়ে বেশি খারাপ হবে। এমনকি স্থানীয় কিছু কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে বক্তৃতাকালে বলসোনারো কোয়ারেন্টিনের সমালোচনা করেন। তার মতে, নিভৃতবাসের সঙ্গে স্থূলতা ও বিষণ্নতার সংযোগ আছে, যা বেকারত্বের দিকে নিয়ে যায়।
পরে চাপেকো শহরে দেওয়া এক ভাষণে বলসোনারো বলেন, ঘরে থাকা এবং সব কিছু বন্ধ করে দেওয়ার রাজনীতি আমরা মেনে নেব না।