ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে রাতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচের দিন সকালে হায়দরাবাদের পেসার নটরাজন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
করোনা যেন পিছু ছাড়ছেই না আইপিএলের। চার মাস আগে এই করোনাভাইরাসের জন্যই আইপিএল স্থগিত করা হয়। এবার ভেন্যু পাল্টে আরব আমিরাতে আসলে সেখানেও করোনা আক্রমণ করেছে। রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য নটরাজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
ম্যাচটি সঠিক সময়ে শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই। এক বিবৃতিতে তারা জানায়, ‘আজ রাতে ম্যাচ সময় মতোই অনুষ্ঠিত হবে।’