1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2025, 5:30 am

১০ বছর আগে বাগদান, হবু স্বামীকে প্রকাশ্যে আনলেন অধরা

  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
  • 107 বার পঠিত

বিনোদন ডেস্ক: প্রেম করছেন অনেকদিন, তবে কখনো প্রেমিককে প্রকাশ্যে আনেননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। তবে ভালো দিনক্ষণ দেখেই ভক্তদের সুখবর দিলেন তিনি।
১০ বছর আগেই বাগদান সেরেছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হবু স্বামীর জন্মদিনেই তাকে প্রকাশ্যে নিয়ে এসে সেই খবর জানালেন তিনি।
এদিন ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন অধরা। যেখানে দেখা যায়, অধরার গালে চুম্বন করছেন এক যুবক। আর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই বেবি। সুখের ১২ বছর।’
অভিনেত্রীর এই ফেসবুক পোস্টের রহস্য জানতে চাইলে তিনি জানালেন, ছবির যুবকটি তার হবু বর। পারিবারিকভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। এমনকি ২০১৩ সালে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে।


অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’
সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। সেখান থেকেই দু’জনে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। যদিও কবে নাগাদ বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা অধরা খান। ইতোমধ্যেই কাজ করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park