বিএনপি নয় বরং আওয়ামী লীগই ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গ জড়িত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতেই এসব হামলা করেছিল আওয়ামী লীগ। এমনকি পিলখানায় বিডিআর হতাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায় নিতে হবে। একদিন এর বিচার হবে।
‘জিয়াউর রহমানের ইতিহাস প্রকাশ পেলে বিএনপি লজ্জা পাবে’ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এ বক্তব্যের সমালোচনা করেছেন রিজভী।
তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকার চক্রান্ত করে ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাকে নিয়ে আমরা লজ্জিত হবো না বরং গর্বিত। দেশবাসীও তাকে নিয়ে গর্ববোধ করে।