মোশাররফ হোসেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৭ঘন্টার সফরে এখন কানাডায়। বৃহস্পতিবার অটোয়া পৌছাবার পর বাইডেনকে অভ্যর্থনা জানান কানাডার উপ প্রধানমন্ত্রী ফ্রিল্যান্ড, পররাষ্ট্র মন্ত্রী মেলানো জলি, কানাডায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিলমেনসহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ও সোফিয়া গ্রেগরি তাদের অটোয়া বাসভবন রাইদু কটেজে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনকে নৈশভোজে আপ্যায়ন করেন। তার আগে কানাডার গভর্ণর জেনারেল মেরি সামনের সংগে বৈঠক করেন।
তিনি এখন অটোয়ায় কানাডা সংসদ ভবনে। এখানে বক্তৃতা করার পর জাস্টিন ট্রুডোর সংগে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন ।
এ সফরে ঘোষিত আলোচনার বিষয় হচ্ছে: কানাডা – যুক্তরাষ্ট্রের সীমান্তে বহিরাগমন, নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাদেশের নিরাপত্তা। বিশেষ করে আকাশ নিরাপত্তা। সর্বোপরি চীনের পাঠানো গোয়েন্দা বেলুনের তৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা নিয়ে আলোচনা হবে বলে কানডার পররাষ্ট্র মন্ত্রী মেলানো জলি মিডিয়াকে জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, দুদেশের মধ্যকার নোরাড চুক্তির আওতায়, এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ করার বিষয় আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্র এ বিমান ২০২৬সালের মধ্যে সরবরাহ করার কথা।
মধ্য ও দক্ষিণ আমেরিকার বহিরাগমন বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেবে উভয় দেশ। ২০০৯সালের পর এ প্রথম যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেনট কানাডা সফর করছেন।
কানাডার সংসদে বাইডেন বক্তৃতা করার পর জাস্টিন ট্রুডোর সংগে আনুষ্ঠানিক বৈঠক ও সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রী মেলানো জলি মিডিয়াকে জানিয়েছেন।