স্পোর্টস ডেস্ক : এ্ই নিয়ে ৫ বারের ইতালিয়ান ওপেন জিতে রেকর্ড করেন নোভাক জকোভিচ।সোমবার রোমে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারান সার্বিয়ান তারকা। ৭-৫, ৬-৩ গেমে ম্যাচ নিজের করেন।
ইতালিয়ান ওপেনে জকোভিচের এটি পঞ্চম শিরোপা। এটিপি মাস্টার্স জয়ের তালিকায় রাফায়েল নাদালকে ৩৫ ,পেছনে ফেলে এখন শীর্ষে জকোভিচ। তালিকার তৃতীয় স্থানে রজার ফেদেরার ২৮
কদিন আগেই ইউএস ওপেনে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে যান জকোভিচ। লাইন জার্জের গায়ে বল মেরে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এরপর ইতালিয়ান ওপেনই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতা। যে আসরের শিরোপা জিতে ৩৩ বছর বয়সী তারকা ফরাসি ওপেনের প্রস্তুতি সারলেন দারুণভাবে।
শিরোপা জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জকোভিচ বলেন, ‘আমি খুবই খুশি। দুর্দান্ত একটা সপ্তাহ কাটল। তবে খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি ভাবিনি যে এই সপ্তাহে আমি আমার সেরা টেনিসটা খেলতে পারবো…। আমি খুব খুশি যে প্রয়োজনের মুহূর্তে আমি এই শিরোপাটা পেয়েছি। ’