এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেপ্তার করে পুলিস। পরে সোমবার মূল চক্রান্তকারী পরশুরামকে গ্রেপ্তার করা হয়। সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও। পরশুরাম কুরিলের দেয়া তথ্য অনুযায়ী, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে।