দীর্ঘ ৭২ বছর অর্থাৎ ৭ দশকেরও বেশি সময় পর মাদারীপুরে খাজা নাজিমউদ্দিনের নামে নামকরণকৃত ‘সরকারি নাজিমউদ্দিন কলেজ’র নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নাম রাখা হয়েছে ‘মাদারীপুর সরকারি কলেজ’।
বুধবার (২২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা নাম পরিবর্তনের আদেশ জারি করলাম। ইতোমধ্যে নাম পরিবর্তনের বিষয়টি কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে।’
প্রসঙ্গত, গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালের ৭ মে কলেজটি সরকারি হয়। এরপর দীর্ঘ ৭২ বছর শেষে কলেজের নাম পরিবর্তন করা হলো।