স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, আজ (৬ এপ্রিল) করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে সচিব গণমাধ্যমকে এ কথা জানান।
আরও পড়ুন: সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ
স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করছি, সকল পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাস যাতে মোকাবিলা করতে পারি। তবে আমাদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা খুব কম। টিকা নিয়ে অনেকে মাস্ক ব্যবহার করছে না। টিকা নিলেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো ততো বেশি সুরক্ষিত থাকতে পারবো।