মো: রিদুয়ানুল হক: আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী দেশে এবং বিদেশে যথাযথ মর্যাদায় উৎযাপিত হয়েছে। কেন্দ্রীয় খেলাঘর আসর বঙ্গবন্ধরে জন্ম বার্ষিকী এর্ব জাতীয় শিশু কিশোর দিবসে বিভিন্ন কর্মসুচি যথাযোগ্য মর্যাদায় পালন করে। সকালে ঢাকা মহানগরের আয়োজনে উত্তরার দিয়াবাডিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন খেলাঘরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। বিকেলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ফুলের র্যালির আয়োজন করে।
র্যালীর নেতৃত্ব দেন কেন্দ্রীয় খেলাঘর আসেরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। র্যালীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। প্রায় তিনশতাধিক ড্রেসআপ ভাই বোন এবং শতাধিক কেন্দ্রীয় খেলাঘরের কর্মি সংগঠকরা ব্যালীতে অংশ গ্রহণ করেন। খেলাঘর-এর পতাকা, জাতীয় পতাকা এবং লাল গোলাপ হাতে নিয়ে ভাই বোনরা টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা কারা, শান্তির পায়রা, খেলাঘর চায় না শিশুদের কান্না’ শ্লোগানে রাজপথ মুখরিত করে রাখে। ল্যালীর সমাপ্তিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুুনু আলী এবং খেলাঘর-এর চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে খেলাঘরের শিশুকিশোরদের প্রতি তিনি আহ্বান জানান। র্যালীত আরো উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক লাভলি চৌধুরী, শ্যামল বিশ্বাস, রিদুয়ানুল হক, সৌমেন পোদ্দার, আহসান হাবীব রিপন, মাহবুুবর রাহমান মিপন, তৌহিদ রিপন, আক্তার হোসেন, আমিনুল ইসলাম আকন, খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল রানা, সাধারণ সম্পাদক নয়সসহ খেলাঘরের বিপুল সংখ্যক কর্মী সমর্থকবৃন্দ।