কানাডা প্রতিনিধি: শতাব্দীর মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও ইফতারে সাধীনতার পক্ষের সর্বস্তরের রাজনীতিবিদ, ও আওয়ামীলীগ কানাডার নেতৃবৃন্দ টরনটোর ডেনফোরথ এভিনিউ একটি রেস্টুরেন্টে মিলিত হন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার উদ্যোগে এ কর্মসূচি ছিল জমজমাট। এতে সভাপতিত্ব করেন ডক্টর এম তোহা। সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ কানাডার নেতা মোহাম্মদ হাসান, অনটারিও আওয়ামীলীগ নেতা মাসুদ লিটনসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচছাসেবক লীগের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।