মোশাররফ হোসেন: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পালন করে বাংলাদেশ আওয়ামীলীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামীলীগ ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেষ্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করেন।বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ অন্টারিও, কানাডা আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, নাট্যকার স্বনামধন্য ব্যাক্তিত্ব আহমেদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড.এমএম তাহা। অন্টারিও আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বাকসুর সাবেক ভিপি জনাব ফয়জুল করিমের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।
আলোচনায় বক্তারা মহান বিজয় দিবসে শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুনাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।
বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ যে কোন জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ, বিজয় দিবস উপলক্ষে আলোচনায় অতিথিদ্বয় তাদের প্রনবন্ধ বক্তব্যে তথ্য উপাত্ত সহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান, বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে সকলকে নিয়ে একহয়ে কাজ করার এবং প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভুমিক পালন করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেইসাথে কানাডায় বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
বিজয় দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামীলীগের সহসভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মোহাম্মদ হামিদ, মুশফাকুর রহমান আকন্দ, এস বি আব্দুল হামিদ, নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী।
কানাডা আওয়ামী লীগের মো: হাসান, মোর্শেদ আহমেদ মুক্তা, ঝোটন তরফদার, শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম,
কানাডা ছাত্রলীগের তৈহিদ খান আশিক, ম্যাক তারিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃতি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার স্বনামধন্য আবৃত্তিকার আহমেদ হোসেন ও ফারজিয়া মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, মো: শোহান, মো: ওশমান, মো: শিহাব, জয় ইব্রাহিম, মো: আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, মোহাম্মদ আজিজুল ব্যাপারী, মোহাম্মদ আলী সহ আরও অনেকে।
পরিশেষে অন্টারিও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।