মোশাররফ হোসেন: বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন। যারা দেশের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের জন্য বিদেশী বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতির প্রসারে কাজ করেন। সবার সাথে বন্ধুত্ব, এটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি।
এরকম দায়িত্ব পালনের জন্য পেশাদার কূটনৈতিক ও যুগ্ম সচিব পদমর্যাদার ও ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গকে এ পদে নিয়োগ দেন সরকার।
এধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ নির্দিষ্ট মেয়াদশেষে বাংলাদেশে ফিরে যান। নির্বাচন শেষে নতুন সরকারের রুটিন ওয়ার্কের মধ্যেই কানাডার ডঃ খলিলুর রহমান, জার্মানির মোশাররফ হোসেন ভূইয়াসহ ১০ জন রাষ্ট্রদূত বাংলাদেশে ফিরছেন এপ্রিল, মে জুন ও জুলাই মাসে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছেন সবাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মুজিব বায়োপিক ছবিটি প্রদর্শনীর সময়কালে পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এর সাথে
ইতালির মনিরুল ইসলাম, গ্রিসের আসুদ আহমেদ, কানাডার ডঃ খলিলুর রহমান, জার্মানির মোশাররফ হোসেন ভূইয়া, বাংলাদেশে ফিরছেন এপ্রিল মাসের মধ্যেই।
সুইজারল্যান্ডের সুফিয়ুর রহমান , কুয়েতের মেজর জেনারেল আশিকুজ্জামান মে মাসে, পোল্যান্ডের সুলতানা লায়লা হোসেন, থাইল্যান্ডের আব্দুল হাই জুনে, জাপানের শাহাবুদ্দিন আহমেদ, ইরাকের ফজলুল বারি জুলাই মাসের মধ্যেই বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন।
কানাডার ডঃ খলিলুর রহমান যাচ্ছেন এপ্রিলেই
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোভিড বিশেষজ্ঞ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব পালন করা ডাক্তার খলিলুর রহমান ২০২০ সালের ১৬ আগসট কানাডার রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিততিক নিয়োগ পান। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী ডঃ খলিলুর রহমানের চুক্তির মেয়াদ গত অক্টোবর শেষ হবার পর ৬ মাস বর্ধিত করে সরকার। এপ্রিল মাসে এটি শেষ হবে। সেজন্য তিনি এপ্রিলের শেষে ঢাকা ফিরছেন বলে জানিয়েছেন।
মুজিব বায়োপিক ছবিটি প্রদর্শনীর সময়কালে পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এর সাথে
ডঃ খলিলুর রহমান কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে ফিরিয়ে দেবার জন্য সিনেট ও সংসদে উত্থাপন, রোহিঙ্গাদের মায়ানমারের ফেরত নেবার বিষয়ে সহযোগিতার জন্য কানাডা সরকারের কাছে আবেদন, ১৯৭১ সালের গণহত্যার সীকৃতির জন্য সংসদে আবেদন টরন্টোয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুজিব বায়োপিক ছবিটির প্রদর্শনীর আয়োজন, কানাডার সংসদে ৩০ মার্চ ২০২৩ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আইন পাস, ঢাকা টরন্টো ঢাকার বিমান চলাচল কাজগুলোতে রাষ্ট্রদূত হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেছেন ।