আজ বুধবার (১১ আগস্ট) থেকে সব সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাংলাবাজার ঘাটে সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে।
লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চ ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ষণ নেই। আজ প্রথম দিনে যাত্রী চাপ থাকায় ও অর্ধেক গণপরিবহন চলাচলের অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ ভাড়া নেওয়ার অভিযোগ বাস ও মাইক্রোবাস চালকদের বিরুদ্ধে।
তবে লঞ্চ ঘাটের সরেজমিনে দেখা গেছে, নৌ-পুলিশ থাকলেও কোন লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব, ঘেঁষাঘেঁষি করেই নেওয়া হচ্ছে যাত্রী।
লঞ্চঘাট কর্তৃপক্ষ জানান, লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে যাত্রীদের সতর্ক করে দেওয়া হচ্ছে।
বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, আমরা অগ্রাধিকার ভিত্তিতে জরুরি পরিবহন অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপার করছি। ফেরিগুলো হালকা যানবাহন নিয়ে পারাপার করা হচ্ছে।