ক্যারিবীয় স্পিন তারকা সুনিল নারাইনের সৌজন্যে নাইট রাইডার্স একাদশে সুযোগ হচ্ছে না সাকিব আল হাসানের। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের দ্বিতীয় পর্বে ভালোই পারফর্ম করছেন নারাইন। তার বোলিং অ্যাকশন বারবার প্রশ্নবিদ্ধ হওয়ায় সেটা বদলাতে হয়েছে। অনেক কাজ করার পর নতুন অ্যাকশনে তিনি মানিয়ে নিতে পেরেছেন।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১২ উইকেট নেন নারাইন। গত এপ্রিলে আইপিএল শুরুর সময় কলকাতার একাদশে প্রথম তিন ম্যাচ সুযোগ পাননি। পরে সাকিবের জায়গায় সুযোগ পেয়েছিলেন। চলতি মাসে পুনরায় আইপিএল শুরুর পর প্রথম ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য। গতকাল দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট।
ম্যাচের পর নারাইন বলেন, ‘দ্য হান্ড্রেড ও সিপিএলে অনেকগুলো ম্যাচ খেলে এই টুর্নামেন্টে এসেছি। নতুন অ্যাকশনে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছে। অনেক কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। সময়ের সঙ্গে উন্নতি হচ্ছে। ছন্দ পাচ্ছি। এখন স্রেফ এই সেরা অ্যাকশনটা ধরে রাখতে চাই। এই ধরনের পিচে রোহিত শর্মার উইকেট পাওয়াটা ছিল দারুণ।’