ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করবেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে চাপাতির কোপে ব্লগার ও লেখক অভিজিৎ রায় নিহত হন। এ সময় অভিজিৎকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন।
আহতাবস্থায় অভিজিৎকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার দিন অভিজিৎ রায় স্ত্রীকে নিয়ে বইমেলায় গিয়েছিলেন। মেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তারা হামলার শিকার হন।