শাহেদ সাদরুদ্দিনঃ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অষ্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের প্রাণকেন্দ্রে অবস্হিত স্টোরি ব্রীজ ও ভিক্টোরিয়া ব্রীজ আজ সেজেছে আমাদের জাতীয় পতাকার লাল সবুজের গর্বিত আলোয়।
দিনব্যাপী বৃষ্টিমুখর ভেজা নগরে এই ঐতিহাসিক শুভ ক্ষণে মহান মুক্তিযুদ্ধে অগণিত শহীদ, চার লক্ষের অধিক বীরাঙ্গনা এবং সকল বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের স্মৃতির প্রতি জানাই অতল শ্রদ্ধা।