1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2025, 5:17 am

আজ টাইগার অধিনায়ক মাশারাফী বিন মর্তুজা ৩৭ তম জন্মদিন

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৫, ২০২০
  • 284 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : আজ ৫ অক্টবর বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক ও সবার প্রিয় মাশারাফী বিন মর্তুজার  ৩৭তম জন্মদিন।তিনি শুধু একজন সফল ক্রিকেটার না তার পাশাপাশি জাতীয় সংসদে প্রতিনিধি নড়াইল-২ আসনের শুভেচ্ছাবার্তা। ম্যাশের আগামীর পথচলায় শুভকামনা জানিয়েছেন সতীর্থরা। আইসিসি-সহ আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও এসেছে ।।

ইচ্ছাশক্তি একজন মানুষকে কোথায় নিতে পারে তার জীবন্ত উদাহরন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্রিকেটার-রাজনীতিবিদ ছাপিয়ে তার অবস্থান মানুষের হৃদয়ে। আম মানুষের সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা তাকে আলাদা করেছে সবার থেকে। তাই তো তিনি চিরদিনের অধিনায়ক। ক্যাপ্টেন ফ্যান্টাসটিক

বারবার ইনজুরি বাধা হয়েছে। কিন্তু তাকে হারাতে পারেনি। বরং তিনি হারিয়েছেন ইনজুরিকে। হাঁটুতে সাতবার অস্ত্রোপচারের পরও বল হাতে ঝড় তুলেছেন।বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল কিংবা ওডিআই র‍্যাঙ্কিংয়ে সেরা সাফল্য ৬-এ আসা, সবই হয়েছে মাশরাফীর নেতৃত্বে।

ওডিআইতে বাংলাদেশ সেরাদের কাতারে আসে ম্যাশের হাত ধরেই। ৮৮ ওডিআইতে ৫০ জয়, শতকরা হিসাব যতটুকু সফলতার জানান দিচ্ছে, মাশরাফী তারচেয়েও অনেক সফল এক নেতা। ২৬৯ ওডিআই উইকেট নিয়ে তিনি দেশের সেরা। তবে টেস্ট খেলেছেন মাত্র ৩৬ টি। ওডিআই, টেস্ট দু ফর‍ম্যাটেই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী নড়াইল এক্সপ্রেস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park