1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 17, 2025, 4:02 pm

আর্জেন্টিনা ২৮ বছর আগেও কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েছিল

  • প্রকাশিত : বুধবার, জুলাই ৭, ২০২১
  • 352 বার পঠিত

স্পোর্ট ডেস্কঃ কোপা আমেরিকার দ্বিতীয় সফলতম দলটির নাম আর্জেন্টিনা। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত তারা দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। চলতি কোপার আসরেও তারা দারুণ খেলছে। ইতোমধ্যে পৌঁছে গেছে সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২৮ বছর ধরে আর্জেন্টিনা কোপার শিরোপা জিততে পারছে না। মজার ব্যাপার হলো, ২৮ বছর আগের সেই কোপা আমেরিকার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টানা ৪ আসরের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এর আগে দলটি ১৯৮৭, ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৩ সালের আসরে টানা সেমিফাইনালে খেলেছিল। ১৯৮৭ সালের আসরে চতুর্থ হয়ে তাদের বিদায় নিতে হয়। পরের আসরে কিছুটা উন্নতি ঘটিয়ে তৃতীয় স্থান অধিকার করে আর্জেন্টিনা। দুই বার ব্যর্থ হলেও ১৯৯১ ও ১৯৯৩ সালের আসরে তার শিরোপা জিতে নেয়। ১৯৯৩ সালের পর আর্জন্টিনা আর কোপার শিরোপা জিততে পারেনি।

কাকতালীয় ব্যাপার হলো, ১৯৯৩ সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। এবার ২০২১ সালের আসরেও সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল লিওনেল মেসি অ্যান্ড কোং। বুধবার সকালের সেই ম্যাচেও টাইব্রেকারে জিতেছে আর্জেন্টিনা।

১৯৯৩ সালের সেই সেমিফাইনালে নির্ধারিত সময়ে সময়ে গোল করতে পারেনি কোনো দলই। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে ৫টি শট করে নেওয়ার পরও ম্যাচ অমীংসাসিত ছিল। দুদলের ১০টি শটই জালে জড়িয়েছিল। এরপর ষষ্ঠ শটটি মিস করেন কলম্বিয়ার ভিক্টর অ্যারিস্টিজাবাল। আর আর্জেন্টিনার ষষ্ঠ শটটিতে গোল করে জয় নিশ্চিত করেন জর্জ বোরল্লি।

২০১৫ সালে আর্জেন্টিনা চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। পরের আসরেও তাই। ২০১৯ সালে ব্রাজিলের কাছে তারা সেমিতে হেরে যায়। এবার ফের ফাইনালে খেলছে আর্জেন্টিনা। এখানেও প্রতিপক্ষ সেই কলম্বিয়া। ২৮ বছরের দুঃখ কি এবার ঘুচতে যাচ্ছে?

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park