আসন্ন উপ-নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রত্যায়নপত্র তুলে দেয়া হয়েছে
প্রকাশিত :
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২০
409 বার পঠিত
আসন্ন উপ-নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রত্যায়নপত্র তুলে দিয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ.বি.আব্দুস সাত্তার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিস থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এসব প্রত্যায়নপত্র দেয়া হয়েছে।
ঢাকা-৫ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমেদ প্রত্যয়নপত্র গ্রহণ করেন। একই সাথে নওগাঁ-৬ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম চূড়ান্ত প্রত্যায়নপত্র গ্রহণ করেন।
এছাড়া জয়পুরহাট জেলা কালাই পৌরসভা মেয়র নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী মোঃ আনিছুর রহমান তালুকদারও তার প্রত্যায়নপত্র গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন জয়পুরহাট-২ সংসদীয় আসনে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা।