প্রয়োজনের চেয়ে মাত্র ৬ ভোট বেশি পেয়েআস্থা ভোটে জয়ী হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার পাকিস্তানের পার্লামেন্টে এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়।
ক্ষমতায় টিকে থাকতে ইমরান খানের প্রয়োজন ছিল ১৭২টি ভোট। আর ইমরান খান পেয়েছেন ১৭৮টি ভোট।
আস্থাভোটে জয় পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান সরকারের আইনপ্রণেতাদেরকে ধন্যবাদ জানান। ইমরান খান বলেন, আমি খুব ভাল অনুভব করেছি কারণ এই জয়ের মাধ্যমে আমাদের দল আরও শক্তিশালী হবে। ঈশ্বর আপনার বিশ্বাসকে বারবার পরীক্ষা করবেন,
সম্প্রতি সিনেটের ভোটে পরাস্ত হন পাকিস্তান সরকারের অর্থমন্ত্রী। সিনেটে অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখের পরাজয় শাসকদলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এই আসনে জয় পান ইউসুফ রাজা গিলানি।
বিশ্লেষকরা বলছেন, সেই পরাজয়ের পরেই নিম্নকক্ষে আস্থা ভোটের পথে হেঁটে নিজের ও তার দলের শক্তি প্রতিষ্ঠিত করতে চাইছেন ইমরান। তাদের মতে, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে প্রথমবার কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ইমরান সরকার।