মোঃ আনিসুর রহমানঃ করোনা পরবর্তী নিজেদের প্রথম সিরিজ শেষেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে দ্বিতীয়স্থানে থাকা ইংল্যান্ডকে টপকে এই স্থান দখল করেছে টাইগাররা।
বিশ্বকাপ সুপার লিগের প্রথমেই সিরিজেই শুভসূচনা করল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে এক লাফে চতুর্থ স্থানে উঠেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়ের পরে পাকিস্তানকে সরিয়ে তৃতীয় স্থানে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল এবং সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে তামিম ইকবালের দল।
এক নজরে সুপার লিগের পয়েন্ট টেবিল:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ ম্যাচে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় পায় স্বাগতিকরা। এরআগে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারায় সফরকারিদের।