1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 12, 2024, 5:07 am
সংবাদ শিরোনাম :

ইউক্রেনে রুশ কর্মকান্ড ‘যুদ্ধাপরাধ’ হতে পারে : জাতিসংঘ

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ২২, ২০২২
  • 168 বার পঠিত

জাতিসংঘ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “রুশ সশস্ত্র বাহিনী জনবহুল এলাকায়  নির্বিচারে গোলা ও বোমা বর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো  ধ্বংস করেছে। এধরণের কর্মকান্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।”

এদিকে জাতিসংঘের নিরাপত্তে পরিষদে ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার (২০ এপ্রিল) এ আহ্বান জানায় ভারত। মানবিক সহায়তার দিক থেকে জাতিসংঘের গাইডিং নীতির গুরুত্বের বিষয় তুলে ধরে ইউক্রেনে অবিলম্বে সহিংসতা ও শত্রুতা বন্ধ করার আহ্বান জানায়।

ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ভাষণ দিতে গিয়ে, জাতিসংঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি, আর রবীন্দ্র বলেন, ‘মানবতাবাদী পদক্ষেপ সবসময় মানবিক সহায়তার নীতির দ্বারা পরিচালিত হওয়া উচিত। যেমন, মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, এবং স্বাধীনতা। এই পদক্ষেপগুলিকে কখনই রাজনীতি করা উচিত নয়।’

এদিকে আবার রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের টাটা স্টিল। রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এমন কথা জানালো সংস্থাটি। টাটা স্টিলের আগে ভারতের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসও রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করার ঘোষণা করেছিল।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে টাটার পক্ষ থেকে বলা হয়েছে, ‘টাটা স্টিলের রাশিয়ায় কোনও কার্যক্রম নেই বা সেখানে কর্মীও নেই। আমরা সবদিক বিবেচনা করে রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য, ভারত, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে অবস্থিত কোম্পানির সমস্ত ইস্পাত উত্পাদন কেন্দ্রগুলিতে কাঁচামাল সরবরাহের বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park