পাইলট ক্যাপ্টেন রুবায়েতের দক্ষতায় বেঁচে গেলেন ৪৭ আরোহী। ল্যান্ডিং গিয়ার কাজ না করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। ১ ঘণ্টা আকাশে ঘোরার পর বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঘড়ির কাটায় রাত সাড়ে ৮টা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে ঘোষণা আসে বাংলাদেশ বিমানের বিজি সিক্স ওয়ান সেভেন বিমানের ল্যান্ডিং গিয়ার বিকল হওয়ার কথা।
যান্ত্রিক ত্রুটির কারণে এ সময় চট্টগ্রামের আকাশে বিমানটি চক্কর দিতে থাকে। একাধিকবার চেষ্টা করেও অবতরণ করতে না পারায় বিমানের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এরই মধ্যে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে বিমানবন্দরের কন্ট্রোল অফিস। প্রায় ১ ঘণ্টা আকাশে উড়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ৯টায় ফ্লাইটটি নিরাপদে রানওয়েতে অবতরণ করান পাইলট ক্যাপ্টেন রুবায়েত। দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা থেকে ৪৭ আরোহী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বিমানটি। কিন্তু অবতরণের আগে বিকল হয়ে পড়ে ল্যান্ডিং গিয়ার। বিষয়টি জানানো হয় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে।
ইমিগ্রেশনের এক কর্মকর্তা জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক দল ও নিরাপত্তাকর্মী প্রস্তুত ছিল। পরে তারা যাত্রীদের নামিয়ে আনেন।