মোঃ আনিসুর রহমানঃ পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়।
এদিকে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন সাজা বাতিলের বিরুদ্ধে ঐশীকে নিয়মিত আপিল দায়েরের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। সাজা বাতিল চেয়ে ঐশীর করা লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
২০১৩ সালে চামেলীবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের দুই দিন পর ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
২০১৫ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ড এবং তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেয়। ঐ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। ডেথ রেফারেন্স ও ঐশীর আপিলের ওপর ২০১৭ সালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। রায়ে পাঁচটি কারণ বিবেচনায় নিয়ে ঐশীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দেয় আদালত।
রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডই একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এটি কার্যকর করলেই যে সমাজ থেকে অপরাধ দূর হয়ে যাবে, তেমনটি নয়। বরং কম সাজাও অনেক সময় সমাজ থেকে অপরাধ দূর করতে সুস্পষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিম্ন আদালতের রায় সম্পর্কে বলা হয়, সামাজিক অবক্ষয় বিবেচনায় নিয়ে বিচারিক আদালত কিছুটা আবেগপ্রবণ হয়ে রায় দেয়, যেখানে বলা হয়েছে, একটি মেয়ে তার বাবা-মাকে নিজের হাতে নিষ্ঠুরভাবে হত্যা করার সাহস দেখিয়েছে। তবে সাজা নির্ধারণ ও বিচারের ক্ষেত্রে এ ধরনের আবেগ প্রদর্শনের সুযোগ নেই। কেননা, আদালত আইনগত দিক ও প্রমাণাদি বিবেচনায় নেবে, কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, যেখানে একজন নারী ১৯ বছর বয়সে ঐ কর্মকাণ্ড করেছেন।
এই সাজা বাতিল চেয়ে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ঐশী। একই সঙ্গে ঐশীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ শুনানি করেন। ঐশীর পক্ষে ছিলেন ফয়সাল এইচ খান।
পরে ঐশীর আরেক আইনজীবী আফজাল এইচ খান বলেন, রাষ্ট্রপক্ষের সাজা বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে ঐশীকে নিয়মিত আপিলের অনুমতি দিয়েছে আদালত।