ওয়েবসাইট বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বেশ কয়েকটি অস্ট্রেলিয়ান ব্যাংক এবং মার্কিন এয়ালাইনস। বৃহস্পতিবার (১৭ জুন) ওয়েব সার্ভিস কোম্পানি আকামাইয়ের সঙ্গে চলমান ইস্যুর মধ্যেই এমনটা হলো। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সেবা নিতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গ্রাহকরা। যেসব ব্যাংকের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে সেগুলো হলো- এএনজেড, ওয়েস্টপ্যাক, সেন্ট জর্জ, এমই ব্যাংক, ম্যাককুয়ারি ব্যাংক, অ্যালাইনজ এবং কমনওয়েলথ ব্যাংক।
এ ছাড়া বেশ কয়েকটি বিমান সংস্থা কিছু সময়ের জন্য বিড়ম্বনায় পরেছে। এর মধ্যে আমেরিকান এয়ারলাইনস, সাউথওয়েস্ট এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং ডেলটা এয়ারলাইনস অন্যতম।
সিডনির স্থানীয় সময় দুপুর ২টা ১০মিনিটে সমস্যার শুরু হয়। অস্ট্রেলিয়া পোস্ট, দ্য পোস্টাল সার্ভিস এবং ভার্জিন অস্ট্রেলিয়ার ওয়েবসাইটও বিপর্যয়ের মুখে পরেছে।
বার্তা সংস্থা এএফপিকে আকামাই জানিয়েছে, তারা ইস্যুটি সম্পর্কে সচেতন রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সার্ভিস সচল করতে কাজ করছে।