মোশাররফ হোসেন: করোনায় চতুর্থ ঢেউয়ের সংক্রমণ বৃদ্ধির আশংকা মধ্যে কানাডা জুড়ে ফেডারেল নির্বাচন এখন জমে উঠেছে ।
মূলধারার রাজনীতিতে লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, বোলক কুইবেক, নিউ ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণা এখন তুংগে ।
টুরোডো, ও তুলি, ফেরাংকোইস বেলানচেত, জগমিৎ সিং , ইতিমধ্যে নিরবাচনী বিতর্কে ফরাসি ও ইংরেজি ভাষার দুই পর্বে অংশ নিয়েছেন।
ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা, অটোমেটিক অ্যাসলট বন্দুক বিষয় নিয়ে বিতর্ক চলছে। তবে অভিবাসী, আবাসিক সুবিধাদি প্রদানের বিষয়ে নিশ্চয়তা দেযা হচ্ছে।
টিভি চ্যানেল বিতর্ক ও বিভিন্ন জরিপে লিবারেল ও কনজারভেটিভ পার্টির তীব্র প্রতিদনদিতা হবে বলে মনে করা হলেও লিবারেল পার্টি এখনো এগিয়ে আছে।
আগামী ২০সেপ্টেম্বর নির্বাচন হলে ও ইলেকশন কানাডা ১০- ১৩সেপ্টেম্বর আগাম পোস্টাল ও ভোট প্রদানের ব্যাবস্থা করেছে।
বাংলাদেশের ৬ প্রার্থী :
এবারের নির্বাচনে বাংলাদেশের আফরোজা হোসাইন অসওযা থেকে (লিবারেল পার্টি, )মহসিন ভূইযা এসকারবোরো,(কনজারভেটিভ),খালিস আহমেদ আলবার্টার নোসহিল(নিউ ডেমোক্রেটিক পার্টি),গুলশান আকতার ,ক্যালগেরি কনফেডারেশন (কনজারভেটিভ পার্টি) ফাইজ কামাল, এসকারবোরো সেনটার,(নিউ ডেমোক্র্যাটিক পার্টি)নামির রহমান, নাযাগরা(নিউ ডেমোক্রেটিক পার্টি) সৈয়দ মহসিন, ভ্যানকুভার (কনজারভেটিভ পার্টি) থেকে নির্বাচন করছেন।
সবাই কানাডার মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন। তারা জয়ের বিষযে আশাবাদী। তবে নির্বাচনী প্রচারণাকালে টুরোডোর নির্বাচনী বাসে লন্ডনে ঢিল ছুঁড়ে মারার ঘটনায় সব রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে।