বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামী করে ৯৭ জনের বিরুদ্ধে আদালতে আরও এবটি মামলার আবেদন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা খিজির হায়াত খানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তার স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু নোয়াখালী আমলী আদালতে এ আবেদন করেন।
জানা যায়, সোমবার (১৫ মার্চ) দুপুরে ৪নং আমলী আদালতে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. মোছলেহ উদ্দিন মিজানের আদালতে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন ও মেয়রপুত্র তাশিক মির্জা কাদেরসহ ৯৭ জনকে এজাহার ভুক্ত আসামী ও ৫০-৬০ জন অজ্ঞাত করে আদালতে একটি অভিযোগ দায়ের করে।
গত ৮ মার্চ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে খিজির হায়াত খানের ওপর হামলা অভিযোগে এ অভিযোগ দায়ের করা হয়।
এর আগে গত ৯ মার্চ মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভা কার্যালয়ে হামলা ও গুলি ঘটনায় সিএনজি চালক আলাউদ্দিন নামে একজন মারা যান। সে ঘটনায় রবিবার একই আদালতে আবদুল কাদের মির্জাকে প্রধান আসামী, ছোট ভাই শাহাদাত হোসেন ও মেয়রপুত্র তাশিক মির্জা কাদেরসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জন অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই এমদাদ হোসেন রাজু।