মোশাররফ হোসেন: লিবারেল পার্টি ১৫৮, কনজারভেটিভ ১১৯, পার্টি কুইবেক ৩৪, এনডিপি ২৫, গিরিন পার্টি ২টি আসনে জিতেছে। জাস্টিন ট্রুডো ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ।
নির্ধারিত সময়ের একবছর আগে নির্বাচন করে জয়ী হলে ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি শাসকদল জাস্টিন ট্রুডো লিবারেল পার্টি।
৩৩৮ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ছিল ১৭০ আসন। ফলে আবারও মাইনরিটি সরকার গঠন করতে হবে।
এবার কনজারভেটিভ পার্টি পেযেছে ১২২ আসন। পার্টি কুইবেক ২৯,এনডিপি ২৮, গিরিন পার্টি ২টি আসনে জিতেছে। লিবারেল পার্টি ৩২%ভোট পেয়েছে। তবে কনজারভেটিভ পার্টি ৩৪%, এনডিপি১৭%, পার্টি কুইবেক ৮%, গিরিন পার্টি ২% ভোট পেয়েছে।
সরকারি ফলাফল প্রকাশিত হওয়ার পর গভর্নর জেনারেল লিবারেল পার্টিকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। উৎসবে আনন্দে মেতে ওঠা না গেলেও ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে অনেক ভোটারকে ভোট না দিয়ে ফিরে যেতে দেখে গেছে ।